প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউপির মাইজগাঁও পুরাতন জামে মসজিদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২০২১ইং সালের ১৯ সেপ্টেম্বর গঠিত কমিটির সদস্যগণ ৭নং কলাম লঙ্গন করায় ওয়াক্ফ এর ক্ষমতাবলে মোতাওয়াল্লি এনামুল হক চৌধুরী ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। নতুন কমিটি ঘোষণার পূর্ব পর্যন্ত ওই কমিটির কোন সদস্য মসজিদের কোন কাজে হস্তক্ষেপ বা কারো কাছ থেকে মসজিদের নামে কোন টাকা সংগ্রহ করতে পারবেন না। নতুন কমিটি না হওয়া পর্যন্ত মোতাওয়াল্লি এনামুল হক চৌধুরী ও দাতা পরিবার পূর্বের ন্যায় মসজিদের যাবতীয় খরচ বহন করবেন এবং মোতাওয়াল্লি এনামুল হক চৌধুরী মসজিদের সকল দায়িত্ব পালন করবেন।