নবীগঞ্জ প্রতিনিধি ॥ দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট নবীগঞ্জ দিনারপুর আইনগাও দাখিল মাদ্রাসা শাখায় কেরাত হামদ-নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে মাওলানা আব্দুল ওয়াদুদ (রঃ) স্মরনে দিন ব্যাপী অনুষ্টিত প্রতিযোগিতায় নবীগঞ্জ উপজেলার দারুল কেরাত এর বিভিন্ন শাখার ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্জুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ কাজী মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন দিনারপুর দাখিল মাদ্রাসা শাখার নাজিম হাফিজ আজিজুল হক, প্রধান ক্বারী মাওঃ ইরফান উদ্দীন, ক্বারী আঃ নূর, ক্বারী শিহাব আহমেদ, ক্বারী আঃ মালিক, ক্বারী খালেদ সাইফুল্লাহ, মাওঃ আঃ খালিক, ক্বারী আবুল হাছান ঘোরী, ক্বারী হাফিজুর রহমান, ক্বারী আরিফুল হক প্রমূখ। প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্টান পরিচালনা করেন ক্বারী এম এ মুহিত।