স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের বহুল কাঙ্ক্ষিত দৃষ্টিনন্দন গেইট ও বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হতে যাচ্ছে। গতকাল উক্ত কাজের লে আউট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি; জেলা বন সংরক্ষণ কর্মকর্তা, স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুধীজন। জেলা প্রশাসক ইশরাত জাহান আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে, জেলা প্রশাসকের অনুরোধে পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করার জন্য। একই সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে যারা এই প্রকল্পের নকশা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন তাদেরও ধন্যবাদ জানানো হয়।