চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-বাল্লা সড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় হিরা মিয়া (৫০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল ১৯ জুলাই মঙ্গলবার আনুমানিক সাড়ে ১১টার দিকে বাল্লা সড়কের আমকান্দি পালবাড়ির সামনে বালুবাহী একটি ট্রাক রিক্সার পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা চালক হিরা মিয়া গুরুতর আহত হন। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যান। হিরা মিয়া উপজেলার ধলাইপাড় গ্রামের আঃ রসিদের পুত্র। চুনারুঘাট থানা পুলিশ ঘাতক ট্রাক এবং চালককে আটক করেছে।