নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থানার অধীনে বড় ভাকৈর পশ্চিমকে অন্তর্ভুক্ত না করার জন্য মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ১৬ জুলাই দুপুর ১২ টায় এসএনপি স্কুল এন্ড কলেজের সামনে আমরা নবীগঞ্জ থানার অধীনে আছি, নবীগঞ্জ থানার অধীনে থাকতে চাই ব্যানারে বড় ভাকৈর সর্বস্তরের জন সাধারনের আয়োজনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গ লাল দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ, ইউনিয়ন আওয়মী লীগ সাংগঠনিক সম্পাদক সমীরণ দাশ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুপক দাশ, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ বিকুল দাশ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি শৈলেন্দ্র গুপ্ত রানু, হিরন কুমার দাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পলাশ বিজয় দাশ, সাধারণ সম্পাদক, চয়ন মহলদার, স্মৃতি ভুষন চৌধুরী, লুৎফর রহমান, সেলিম মিয়া মেম্বার, আবুল হোসেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ। বক্তারা বলেন, ইনাতগঞ্জ থানায় রূপান্তরিত হোক আমাদের কোন প্রকার বাঁধা বা বিদ্বেষ নেই। আমাদের যাতায়াতের জন্য সুবিধা নবীগঞ্জ। স্কুল কলেজে যাওয়া আসা স্বাস্থ্যসেবা ও জেলা শহরে যাতায়াতে অনেক কম সময়ে চলাচল করতে পারি। আমাদের হলিমপুর গ্রাম হতে দূর্গাপুর পর্যন্ত রাস্তা নির্মাণ হলে অল্প সময়ে আসা যাওয়া করা যাবে। পক্ষান্তরে ইনাতগঞ্জ থানায় রূপান্তর করা হলে আমাদের বড় বাকৈর ইউনিয়নের যাতায়াতে অনেক কষ্টকর হয়ে পড়বে। তাই আমাদের দাবি নবীগঞ্জ থানার অধীনে আছি, নবীগঞ্জ থানার অধীনে থাকতে চাই আপনাদের সর্বস্তের সহযোগিতায়।