স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ পলাতক আসামিকে আটক করেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি গোলাম মর্তুজার নির্দেশে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, বামকান্দি গ্রামের রফিক উল্লার পুত্র আনফর উল্লা, মৃত ধনাই মিয়ার পুত্র শের আলী, বড় বহুলা গ্রামের মলাই মিয়ার পুত্র শাহিন মিয়া, শায়েস্তানগর এলাকার দুলাই মিয়ার পুত্র আব্দুল কদ্দুছসহ ৫জন। গতকাল রবিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।