স্টাফ রিপোর্টার ॥ উৎসব মুখর পরিবেশ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল পৌর মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। বিকেল ৪টায় ভোট গ্রহন শেষ হওয়ার পরই রিটার্নিং কর্মকর্তা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদের নির্দেশে পোলিং অফিসারগণ ভোট গননা শুরু করেন।
এবার সংগঠনের কার্যকরি কমিটির ২১টি পদের মাঝে ৭টি পদে নির্বাচন ভোট গ্রহন করা হয়। ৭টি পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে সভাপতি পদে বাস প্রতিক নিয়ে ৬৪৫ ভোট পেয়ে পূর্নরায় নির্বাচিত হয়েছেন মোঃ সামছু মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জগদীশ মোদক মোমবাতি প্রতিক নিয়ে পেয়েছেন ২১৬ ভোট। সহ-সভাপতি পদে আম প্রতিক নিয়ে ৩৫৬ ভোট পেয়ে পূর্ণরায় নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রজব আলী আপেল প্রতিক নিয়ে পেয়েছেন ২২১ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বি মোঃ মিজবাহ উদ্দিন (আনারস) পেয়েছেন ১৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মফিজুর রহমান বাচ্চু। তিনি দোয়াতকলম প্রতিক নিয়ে পেয়েছেন ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমদাদুর রহমান বাবুল (বাইসাইকেল) ৩০৫ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বদরুল আলম চৌধুরী (হাস) প্রতিক নিয়ে ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আজগর আলী (মাছ) ৯৫ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ জামান খান শুভ (হরিণ) প্রতিক নিয়ে ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উৎপল কুমার রায় বাঘ প্রতিক নিয়ে পেয়েছেন (৩৭৭) ভোট। সাহিত্য শিক্ষা, সাংস্কৃডুশ বিষয়ক সম্পাদক পদে বই প্রতিক নিয়ে ৩৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সামাজুল খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিপংকজ কান্দি দাশ (কলম) ২৪২ ও শাহ আল রাজ (হারিকেন) প্রতিক নিয়ে পেয়েছেন ১৪৩ ভোট। শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে তালা প্রতিক নিয়ে ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রতন কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ অলিউর রহমান (হাতপাখা) প্রতিক নিয়ে ৩০০ ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ হাজী সফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন।
কার্যকরি কমিটির ৯টি সদস্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, মোঃ আহাদ মিয়া, তাজুল ইসলাম, সাইদুর রহমান সেলিম, অঞ্জন রায়, কেশব মিত্র, নাসির উদ্দিন, পলাশ মোদক, মহিবুর রহমান, শ্যামল চন্দ্র রায়। ভোট গননা শেষে সন্ধ্যায় সংগঠনের ২০২২ সালের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, অত্যান্ত উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে সংগঠনের ৯৯৬ ভোটের মধ্যে ৮৭৭ ভোট কাস্টিং হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করায় সহকারি নির্বাচন কমিশনার প্রাক্তন চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, সুখলাল সূত্রধর, জালাল উদ্দিন খান, শহিদুর রহমানসহ রিটার্নিং অফিসার, পোলিং, অফিসার, আইনশ”ড়খলা বাহিনী সদস্য, পর্যবেক্ষকদের কাছে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এর আগে সকাল থেকে ব্যবসায়ীরা পৌর মার্কেটে এসে ভীড় জমান। ভোটার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচন পরিদর্শনে আসেন।
এর মধ্যে নির্বাচন পরিদর্শন করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা হবিগঞ্জ পৌরসভার প্রাক্তণ চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপদেষ্ঠা শরীফ উল্লাহ, উপদেষ্ঠা শংকর পাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান রহমান আউয়াল, জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু।
আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তজা,হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যাকসের সভাপতি মোঃ সামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর প্রমূখ।