স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরতর আহত বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য নয়ন (২০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গতকাল শনিবার দুপুরে মোটর সাইকেল শোডাউন দিয়ে বড়বাজার হয়ে সাগর দিঘীর পশ্চিম পাড় দিয়ে গ্যানিংগঞ্জ বাজার যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা জয় ও নয়নের মধ্যে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে নয়ন আহত হয়। তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এর জের ধরে সন্ধ্যার পর গ্যানিংগঞ্জ বাজারে নয়নের ভাইসহ একদল নেতাকর্মী বনাম জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজুসহ একদল নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই সঞ্জয় রায়সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যানিংগঞ্জ বাজার ও যাত্রাপাশা এলাকায় পুলিশ মোতায়ন ছিল।