স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আষেঢ়া-ফান্দ্রাইল গ্রামে পুকুরের পানিতে ডুবে মোশাররফ হোসেন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। মোশাররফ আষেঢ়া-ফান্দ্রাইল গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী শাহীনুর মিয়ার ছেলে।
শনিবার সকালে স্থানীয়রা মোশাররফদের বাড়ির পাশের পুকুরে তার দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।