স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আজহায় মুক্তি পেল প্রবাসীদের নিয়ে গীতিকার রনি রেজার গান ‘দেশ থেকে বহুদূর…’। গানটিতে প্রবাসীদের জীবনের গল্প পুরোপুরি উঠে এসেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে লেখা গানটিতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী। সঙ্গীতায়োজনে ছিলেন মিনহাজ জুয়েল। প্রবাস টাইমের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায় ৯ জুলাই রাত ৮টায়। রনি রেজার লেখা গান এর আগেও জনপ্রিয়তা পেয়েছে। পাঠকপ্রিয়তা পেয়েছে তার গল্পের বই। প্রথম বই এলিয়েনের সঙ্গে আড্ডা দিয়েই অর্জন করেন বেহুলাবাংলা বেস্ট সেলার সম্মাননা। গানটির বিষয়ে গীতিকার রনি রেজা বলেন, এক কোটির ওপর প্রবাসী বাঙালি রয়েছে বিভিন্ন দেশে। আপনজনের মায়া ত্যাগ করে, আপন ভূমি ছেড়ে, সমস্ত দুঃখ কষ্ট বুকে চাপা দিয়ে তারা উপার্জন করে যাচ্ছেন কেবল আপনজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তাদের সত্যিকার কষ্টটাও হয়তো আমরা অনেকে অনুভব করতে পারি না। এই অনুভবের জায়গা থেকেই গানটি লেখা। প্রবাসী ভাইদের ভালো লাগলেই গানটি সার্থক। বেশ সাড়া পাচ্ছি, আশা করছি আরো পাব। নন্দিত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু বলেন, গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে। প্রবাসীদের নিয়ে অনেক গান হলেও এটি ভিন্ন রকমের। আশা করছি সবার ভালো লাগবে। শুধু প্রবাসী নয়, প্রতিটি কর্মজীবী মানুষের কথাই এই গানে খুঁজে পাওয়া যায়।