মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার অসংখ্য গ্রাম অঞ্চল তলিয়ে গিয়েছে বন্যার পানিতে এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন লাখো পরিবার। বন্যার পানি ধীরগতিতে নামার কারণে এবং অতিরিক্ত তাপ মাত্রার কারণে প্রতিদিন ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রকম চর্ম রোগে আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ। বানিয়াচং উপজেলাধীন দৌলতপুর, শাখায়তি, হিলাল নগর, তেলঘড়ি, কবিরপুর, করচা, আড়িয়ামগুর, হারুনি, মাখাল কান্দি, গন্ধর্বপুর, শোলা টেকা, মুরাদপুর, বিথঙ্গল, রাজানগর, দুলালপুর, ইকরাম সহ বেশ কিছু গ্রামের লোকজনের কাছে এবিষয়ে খোঁজ নেওয়া হলে তারা বলেন-সিলেট-সুনামগঞ্জের বন্যার পানিতে তলিয়ে যাওয়া অসংখ্য গরু বাচুরের মৃত দেহ এবং বিভিন্ন রকম ময়লা আবর্জনা আমাদের এলাকার হাওর, খাল-বিল, নদী নালায় ভেসে এসেছে। বন্যার পানি ধীর গতিতে নামার কারণে এবং অতিরিক্ত তাপ মাত্রার কারণে পানি গরম হয়ে এসব পঁচা গরু ছাগল ও আবর্জনার দুর্গন্ধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে শিশু এবং বৃদ্ধ লোকজন রোগাক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত, বন্যা চলাকালীন সময়ে মাঝে মাঝে রাস্তা ঘাটে নৌকায় চড়ে স্বাস্থ্য কর্মীদের ঘুরতে দেখা গিয়েছে, কিন্তু কাউকে সেবা দিতে দেখা যায়নি। বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় মোট ২৯টি কমিউনিটি ক্লিনিক রয়েছে এর মধ্যে অধিকাংশ ক্লিনিক মাসে দুই এক দিন খুলা থাকলেও নামে মাত্র সেবা দেওয়া হয়। এ বিষয়ে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ নূরুল হক’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-আমাদের প্রতিটি উপজেলায় মেডিক্যাল টিম রয়েছে। এছাড়াও প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক রয়েছে, তারা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ প্লুটো চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-হাসপাতালে আজ আমরা পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা দিয়েছি এর মধ্যে তিন শতাধিক রোগী জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত অধিকাংশ রোগী মধ্য বয়সী। মেডিক্যাল টিম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন-আমাদের একটি স্পেশাল মেডিক্যাল টিম রয়েছে যে কোন প্রয়োজনে যোগাযোগ করা হলে তারা সেবা দিতে প্রস্তুত।