স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান থেকে রোমান মিয়া (৩৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সকালে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের মনছব উল্লার পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। ঈদের আগের দিন সে বাড়ি আসে ঈদ করতে। ওই দিন বিকালেই রোমানকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।