ইখতিয়ার লোদী সানি ॥ মেয়ের বিয়ে শুক্রবার। আর মাত্র একদিন বাকী। আয়োজন চলছে ধুমধামে। আত্মীয় স্বজনকে দাওয়াতের পর্ব শেষ পর্যায়ে। বুধবার মেয়ের বিয়ের দাওয়াত পৌছাতে হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী কনের মা জরিনা বেগম নিজেই ছুটে যান বাহুবলের স্নানঘাট গ্রামে। বর্ষাকাল তাই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যান সেখানে। স্বজনদের দাওয়াত দিয়ে ফিরতে রাত হয়ে যায়। এদিকে আকাশের অবস্থাও ভাল না। এ আবস্থায় স্বজনরা রাতে স্নানঘাট থাকার অনুরোধ করেন। কিন্তু মেয়ের বিয়ের আর মাত্র একদিন বাকী। এ অবস্থায় বাধা উপেক্ষা করে জরিনা বেগম সঙ্গীদের নিয়ে রওয়ানা দেন। রাত প্রায় ৮টার দিকে নৌকাটি গুঙ্গিয়াজুরী হাওড়ের রউয়াইল বন্দ এলাকায় পৌছুলে দুর্ঘটনায় পতিত হয়। পানিতে ডুবে অকালে প্রান হারান জরিনা বেগম, তার নিকটাত্মীয় নেলি বেগম, হুরবানু ও আয়াতুন নেছা। তাদের মৃত্যুর খবর বাড়িতে পৌছুলে নেমে আসে শোকের ছায়া। শুরু হয় কান্নার রোল। এলাকার বাতাশ ভারী হয়ে উঠে শোকের মাতমে। পুরো শিকারপুর গ্রাম যেন শোকে ভাসছে।