বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জের আইয়ুব আলী হত্যায় ৩ জন গ্রেফতার ॥ একজনের দায় স্বীকার

  • আপডেট টাইম শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আইয়ুব আলী (৪৮) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। অর্থনৈতিক লেনদেন ও পূর্ববিরোধের কারণে হত্যা করা হয় আইয়ুব আলীকে। গতকাল শুক্রবার (৮ জুলাই) রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার থানার ওসি মোঃ ইয়াছিনুল হক। গ্রেফতারকৃতরা হলেন-নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের মনসুর রহমান (৩০), অনুপ দাস (৪০), মামুদ ইকবাল। বৃহস্পতিবার এদের মধ্যে মনসুর রহমান মৌলভীবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, (৫ জুলাই) গভীর রাতে মৌলভীবাজার পুলিশ ১নং খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর এলাকায় জাহাঙ্গীর আলমের দোকান ইমাদ ভেরাটিজ ষ্টোর এর সামন থেকে কার্টন ভর্তি অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। পরবর্তীতে অজ্ঞাতনামা লাশের পরিচয় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দত্তগ্রাম সাকিনের মৃত আয়না মিয়ার ছেলে আইয়ুব আলী(৫৫) মর্মে সনাক্ত হয়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিগন পরষ্পর যোগসাজসে অজ্ঞাতনামা ব্যক্তিকে খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে বর্ণিত ঘটনাস্থলে ফেলে রেখে যায় মর্মে এসআই ইফতেখার ইসলাম মৌলভীবাজার সদর থানায় এজাহার দায়ের করলে তৎপ্রেক্ষিতে অফিসার ইনচার্জ মৌলভীবার সদর মডেল থানা একটি খুন মামলা রুজু করে মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক(অপারেশনস) মোঃ মশিউর রহমানের উপর অর্পন করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের ঘটনায় মনসুর রহমান (৩০), অনুপ দাস (৪০), মামুদ মিয়াকে আটক করা হয়। আসামী মনসুর রহমান নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com