স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জের বাংলা বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত তসু মিয়া ও নুনু মিয়া নামে ২ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করে। বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে তসু ও নুনুকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, এনাতাবাদ গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র হালীম মিয়ার ভাইয়ের সাথে কথা কাটাকাটির জের ধরে গত ২ জুন বৃহস্পতিবার বিকেলে এনাতাবাদ গ্রামের তসু মিয়া, শাহনুর মিয়া, নুনু মিয়া, হায়দর মিয়া, মগল মিয়া, লকুছ মিয়া, সাহিদ মিয়া, মলাই মিয়াসহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের বাসায় হামলা চালায়। এতে একই পরিবারের মাহিদ মিয়া (৪৫), কাইয়ূম মিয়া (৪০), মুমিন মিয়া (৩৭), আবুল মিয়া (৩৫), জাফর মিয়া (৩০), হালিম মিয়া (৩৬) ও আবু সাইদ (২৮) আহত হন। পরে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় হামলাকারীরা একটি দোকানও ভাংচুর করে।