আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় চলতি অর্থবছরে সরকার কৃষদের কাছ থেকে ১০৮০ টাকা মনে ২০৪৬ মেটিক টন ধান সংগ্রহের বরাদ্দ দেওয়া হলে উপজেলা খাদ্য গোদাম কতৃর্ক প্রত্যেক কৃষকদের কাছ থেকে ৩ মেটিক টন করে ধান সংগ্রহ শুরু করেন, এ পর্যন্ত প্রায় পৌনে ২ হাজার মেটিক টন ধান সংগ্রহ করেন খাদ্য গোদাম কর্তকর্তা বকুল শুল্ক বৈদ্য। গতকাল বুধবার বিকাল ৩ টায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার চাই খোয়াই প্রু মার্মা আজমিরীগঞ্জ উপজেলা খাদ্য গোদামে পরিদর্শনে গেলে কৃষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি কৃষকদের গোদামে ধান দিতে কোন সমস্যা আছে কি না জানতে চান, পরে কৃষকরা সুন্দর ও সহজে ভাবে ধান দিতেছে বলে জানায়। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার কৃষকদের আশ্বস্ত করেন ধান সংগ্রহে তিনি আরো বরাদ্দ এনে দিবেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার বলেন, সরকার কৃষকদের লাভের জন্য ন্যায্য মূল্য দিয়ে ধান সংগ্রহ করছেন সারাদেশে। তিনি খাদ্য কর্মকর্তা বকুল কুমার বৈদ্য ও উপস্থিত সকল কৃষকদের প্রতি সন্তষ্টি প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাইফুল আলম সিদ্দিকী খাদ্য নিয়ন্ত্রক, মোঃ আব্দুস সামাদ কারিগরি খাদ্য পরিদর্শক।