স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের পল্লীতে হামলা বা সংঘর্ষের ঘটনা না ঘটলেও থানায় মামলা রেকর্ড ও দু’যুবককে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্র জানায়, মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে জহুর বেগম একই গ্রামের আব্দুস শহীদের পুত্র আয়াত আলী (১৭) ও হোসেন আলীর পুত্র জয়নাল (২৫) সহ কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন গত ৬ জুলাই দুপুরে উল্লেখিতরাসহ কয়েকজন জহুরা বেগমের বাড়ীতে গিয়ে তাকে গালমন্দ করে। এ সময় তার উপর হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়ের করলে গত বৃহষ্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় মাধবপুর থানার এসআই এস কে সাম অভিযান চালিয়ে আয়াত আলী ও জয়নাল কে গ্রেফতার করেন। এ সময় পুলিশের নিকট থেকে তারা তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে বলে জানতে পারেন। পরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ৮ নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন মাসুক জানান, ৬ জুলাই এলাকায় কোন মারামারি ঘটনা ঘটেনি। এলাকার ইসলাম উদ্দিনের পুত্র মনিরুল ইসলাম, আছকর আলীর পুত্র জাহেদুর রহমান ও স্থানীয় যুবক মনির হোসেন জানান, ওই দিন এলাকায় কোন দাঙ্গা-হাঙ্গামা ঘটেনি। মূল বিষয় হলো গ্রেফতারকৃত জয়নালের ভাই আব্দুল জলিলের সাথে জহুরা বেগমদের মামলা মোকদ্দমা রয়েছে।
এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, তিনি এলাকায় খোজ খবর নিয়ে জানতে পেরেছেন ওই দিন কোন ধরণে হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে এসআই এস কে সাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। ওসি সাহেবের নির্দেশ তিনি পালন করেছেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। কোন নিরীহ লোককে হয়রানী করার সত্যতা পাওয়া গেলে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।