মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কৃষি ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মহিলাকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামী হচ্ছেন, মাধবপুর উপজেলার কামিশনগর কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা বানিয়াপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মেজবাউদ্দিন ফারুক। একই গ্রামের আব্দুল মালেকের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিবরণে প্রকাশ, গত ২৯ আগষ্ট রাতে ফারুক শিল্পী আক্তারের বসত ঘরে ঢুকে মুখে চাপ দিয়ে যৌন নিপীড়ন ও ধষর্ণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি চিৎকার দিলে তার বৃদ্ধ মা বাবা এগিয়ে গিয়ে ফারুকের কবল থেকে মেয়েকে উদ্ধার করেন। এ ব্যাপারে নির্যাতিতা শিল্পী আক্তার মামলা করতে চাইলে গ্রামের মাতব্বররা আপোষে মিমাংসা করার কথা বলে মামলা দায়ের থেকে বিরত রাখে। পরবর্তীতে বিচার না পেয়ে শিল্পী আক্তার গত ১৩ সেপ্টেম্বর থানায় এজাহার দিলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) এ ৯ (৪)(খ)/৩০ সহ ৩২৩ দন্ডবিধিতে মামলা করে। মামলার অপর আসামীরা হল একই গ্রামের আব্দুল মমিনের ছেলে জালাল মিয়া। মামলায় আরো উল্লেখ করা হয় যে, ব্যাংক কর্মকর্তা ফারুক এর আগে জালুয়াবাদ গ্রামের তার শালিকাকে নিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুল্লে তার স্ত্রী ফেরদৌসি তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। এ মামলায় ফারুক হাজত বাস করেন।