গত ১ লা জুন ২০২২ ইং তারিখে দৈনিক হবিগঞ্জ জনতার এক্রপ্রেস ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় নবীগঞ্জ প্রেসকাবের কার্যকরি কমিটির সভায় ৬ সদস্যকে অব্যাহতি প্রদান শিরোনামে প্রেস বিজ্ঞপ্তিটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সভায় সর্বসম্মতি ক্রমে প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা লংঘনের দায়ে ৬ সদস্যকে অব্যাহতি প্রদান করা হয়। কিন্তু মুলতঃ গত ১৮ মে ২০২২ ইং বুধবার প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় কোনো চুড়ান্ত সিদ্বান্ত ছাড়াই ওই দিনের সভা মুলতবি করে ২৮ মে পরবর্তী সভার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই তারিখে আর কোন সভা করা হয়নি। ১৮ মে’র সভায় কার্যকরি কমিটির ১৩ জন সদস্যের মধ্যে ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতেই কোন আলোচনা করার আগেই সভার রেজুলেশন খাতায় সকলের উপস্থিতির স্বাক্ষর নেওয়া হয়। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কোনো বিষয়ে চুড়ান্ত সিদ্বান্ত নিতে হলে সংগঠনের দুই-তৃতীয়াংশ অর্থাৎ কার্যকরি কমিটির ১৩ জনের মধ্যে কমপক্ষে ৯ জন সদস্যের মতামতের ভিত্তিতে তা গৃহীত হয়। কিন্তু ১৮ মের সভায় উপস্থিত ১২ জনের মধ্যে আমিসহ ৪ জনের মতামত না নিয়ে পরে আর কোন সভা না করেই কোন রকম চুড়ান্ত সিদ্ধান্ত ছাড়া আমাকে অবহিত না করে ৪ জনের মতামত উপেক্ষা করে এমনকি খাতায় রেজুলেশন লেখার পরে আমার স্বাক্ষর না নিয়ে গঠনতন্ত্র পরিপন্থীভাবে মনগড়া সিদ্ধান্ত নিয়ে প্রেসক্লাবের ৬ সদস্যকে অব্যাহতি দেখিয়ে পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়। যা গঠনতন্ত্র পরিপন্থী ও হাস্যকরবটে, এবং আমি ঠিক বলে মনে করি না। তাই আমি প্রকাশিত উক্ত প্রেস বিজ্ঞপ্তির সাথে দ্বিমত পোষণ করে এর প্রতিবাদ জানাচ্ছি। রাকিল হোসেন
সভাপতি নবীগঞ্জ প্রেসক্লাব, হবিগঞ্জ।