প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বাংলাদেশ এর পিডিজি ফোরাম কর্তৃক লায়ন্স কাব অব হবিগঞ্জ ড্রিমের সহযোগীতায় তিন শতাদিক বন্যার্থ দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের সামাদ নগরে বিতরণ করা হয় ৪ জুলাই ২০২২। বিতরনে উপস্থিত ছিলেন পিডিজি ফোরামের ভাইস প্রেসিডেন্ট লায়ন আব্দুল হালিম পাঠোয়ারী, ভাইস প্রেসিডেন্ট পিডিজি লায়ন সিরাজুল হক আনছারী, ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ এর গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তাফা কামাল সকল লায়নকে পিন পরিয়ে সম্মানিত করা হয়, জেনারেল সেক্রেটারী পিডিজি শফিকুল আযম ভূইয়া সোয়েব, ট্রেজারার পিডিজি এ জেড এম শামছুল হুদা, পিডিজি শহিদুল ইসলাম, রিজিউন চেয়াপারসন হেড কোয়ার্টার লায়ন আবুল কাশেম বাবু, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ এর পাস্ট প্রেসিডেন্ট ও ইংল্যান্ড কমিউনিটি লিডার লায়ন ইঞ্জিঃ এম এ মুমিন চৌধুরী বুলবুল, রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিম এর প্রেসিডেন্ট লায়ন এড. শিবলী খায়ের এবং পরিচালনা করেন ত্রাণ বিতরণ কমিটির আহবায়ক লায়ন মোঃ লিটন মিয়া।
এতে বক্তব্য পেশ করেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন গাজী মিজবাহ উদ্দিন, চার্টার প্রেসিডেন্ট লায়ন তাসলিমা আক্তার, লেডি প্রেসিডেন্ট লায়ন মাহমুদা আক্তার খান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মহিবুর রহমান চৌধুরী, সেক্রেটারী লায়ন মোঃ আসাদুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী লায়ন এমজি মুহিত, ট্রেজারার লায়ন মোঃ মফিজুর রহমান বাচ্চু, জয়েন্ট ট্রেজারার লায়ন শেখ মোঃ ফয়জুল হক, ডিরেক্টর লায়ন ফাতেমা আক্তার, লায়ন সঞ্জয় রায়, লায়ন পীর মোঃ মিজানুর রহমান, লায়ন সিদ্দিকুর রহমান মাসুম, লায়ন এড. গাজী মোঃ পারভেজ হাসান, লায়ন সুমন পাটোয়ারী, লায়ন মোঃ জিল্লুর রহমান, লায়ন মোঃ আফজাল হোসাইন রনি, লায়ন মোঃ হেলাল মিয়া, এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানে আলম সহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।