নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে পানিবায়িত রোগ ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে দেখা গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বানভাসি অনেকই বাড়িঘর হারিয়ে দিশেহারা। তার মাঝে অসুখ আরো একটি মারাত্বক আকাওে বেড়েই চলছে। অনেকই টাকার অভাবে চিকিৎসা নিতে আসছে না শহরে। মানবিক বিষয় বিবেচনা করে সমাজের অসহায় মানুষদের উন্নত চিকিৎসা সেবার সাথে ঔষধ নিয়ে এগিয়ে এসেছে নবীগঞ্জ ফার্মাসিউটিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। গতকাল সোমাবার ফারিয়ার সভাপতি গোলাম রহমান লিমনও ফারিয়ার উপদ্রেষ্টা ত্রান উদ্দ্যোতা আঃ হামিদের নেতৃত্বে সংগঠনের নেতৃবন্দসহ একদল প্রতিনিধি নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার শেখ মহি উদ্দিনের কার্যাল্যয়ে গিয়ে তার হাতে ঔষধ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ফারিয়ার উপদ্রেষ্টা সেলিম আহমদ, সদস্য মাসুদ তালুকদার, নকিব, মাজহারুল আলম রুবেল, ও গৌতম চন্দ্র দেব প্রমুখ।