স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি গোপন ভোটে এটিএন বাংলা ও এনটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ হালিম এবং সাধারণ সম্পাদক পদে এশিয়ান টিভি ও ফ্রান্স দর্পণ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী নির্বাচিত হওয়ায় তাদের ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। একই নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের প্যাডে সভাপতি শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক নয়ন মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন-নতুন কমিটির নেতৃত্বে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন আরো বেগবান ও গতিশীল হবে। পাশাপাশি টিভি সাংবাদিকতার উন্নয়নে এই নব কমিটি অবদান রাখবে বলে প্রত্যাশী করি।