নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
গতকাাল সোমবার সকালে উপজেলা নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্ব উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সোহেলের পরিচালনায় অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কৃষকলীগের সভাপতি শেখ সাহনুর আলম ছানু প্রমূখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হমেদ বেলাল, পৌর কাউন্সিলর পবীর মিয়া, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী।
প্রধান অতিথি শাহ নওয়াজ মিলাদ গাজী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রাকৃতিক যে কোন দুর্যোগে সরকার আপনাদের পাশে আছে। তিনি বলেন কৃষি ক্ষেত্রে সরকার কৃষকদের সর্বাত্বক সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় আজ বিনামূল্যে বীজ সার বিতরণ করা হলো।