শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

হবিগঞ্জে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জের ৭৮টি ইউনিয়ন, ৬টি পৌরসভা ও ৯টি উপজেলায় এমন কোন স্থান খুঁজে পাওয়া যাবে না যেখানে জেলা পরিষদের উন্নয়ন কাজ নেই। জেলার সর্বত্র মন্দির, মসজিদ, কবরস্থান, রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। কিন্তু এত উন্নয়নের পরও এ ব্যাপারে প্রচার প্রচারণা কম। এমন কোন সংবাদ প্রচার করা উচিত নয় যা অপপ্রচার হয়ে দাঁড়ায়। সবাইকে এমন সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহবান জানান হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, বিএমএ ও স্বাচিপ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, এয়ার লিংক চেয়ারম্যান রোটারিয়ান নুর উদ্দিন জাহাঙ্গীর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আব্দুল হালিম, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, রোটারিয়ান কবি তাহমিনা বেগম গিনি, প্রেসক্লাবের সহযোগি সদস্য রোটারি ক্লাব অব হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট বাদল রায়, রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট তবারক আলী লস্কর, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, এনটিভি (ইউরোপ) শায়েস্তাগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান, এনটিভি (ইউরোপ) বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আল হাদি প্রমূখ। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান, দৈনিক খবরের জেলা প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন, নিউজ ২৪ টিভি’র জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, বাংলানিউজ ২৪.কম এর জেলা প্রতিনিধি বদরুল আলম, দৈনিক বাংলাদেশ খবরের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, সাংবাদিক মোশাহিদ আলম, ডেইলি ট্রাইব্যুনাল জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, গ্লোবাল টিভির হবিগঞ্জ প্রতিনিধি এমএ আজিজ সেলিম, দৈনিক সংবাদ সারাবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, এনটিভি (ইউরোপ) হবিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান তারেক, হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগি সদস্য এম এ আর শায়েল, বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক, দৈনিক হবিগঞ্জের বাণী’র বার্তা সম্পাদক মোঃ সজলু মিয়া, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এএম শাহ আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নায়েব হোসাইন, দি মর্নিং গ্লোরির হবিগঞ্জ প্রতিনিধি জুয়েল চৌধুরী, দৈনিক দিনের শেষে’র জেলা প্রতিনিধি এস কে সাগর, সৈয়দ মশিউর রহমান, সাংবাদিক এ কে কাউছার, জাহেদ আলী মামুন, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, অপু আহমেদ রওশন, শাহাবুদ্দিন রানা, ফয়সল মাহমুদ, মিজানুর রহমান সুমন প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, দেশ জাতি কেমন আছে তা জানতে হলে আমাদের মিডিয়ার দ্বারস্থ হতে হয়। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কেক কাটাসহ অন্যান্য অনুষ্ঠান বাদ দিয়ে ওই অনুষ্ঠানের টাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় তিনি এনটিভিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি হবিগঞ্জের সমস্যা সম্ভাবনার কথা এনটিভির মাধ্যমে তুলে ধরার আহবান এবং হবিগঞ্জকে সামনে এগিয়ে নিতে এনটিভি ভূমিকা রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বন্যাদুর্গত দরিদ্রদের মধ্যে উপহার হিসেবে চাল, চিড়া, মুড়ি ও আম বিতরণ করা হয়।
এছাড়া আলাদাভাবে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনটিভি’র উপহার সামগ্রী বন্যাদুর্গত দরিদ্রদের হাতে তুলে দেন। এ সময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক না কেটে, বর্ণাঢ্য অনুষ্ঠান না করে বন্যার্তদের মধ্যে উপহার সামগ্রী দেয়ায় তিনি এনটিভিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com