স্টাফ রিপোর্টার ॥ অগ্রণী ব্যাংক হবিগঞ্জ শাখায় এক গ্রাহকের সঞ্চয়ী হিসাবে কোন টাকা না থাকলেও তার একাউন্ট থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী গ্রাহক মোছাঃ আছমা বেগম হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি দায়ের করেছেন।
মাধবপুর উপজেলার জয়পুর গ্রামের মোছাঃ আছমা বেগম জানান, অগ্রণী ব্যাংক হবিগঞ্জ শাখায় তার একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। এই হিসাব নম্বরের চেক বইয়ের একটি পাতা থাকা অবস্থায় প্রায় এক বছর আগে তিনি নতুন চেক বই গ্রহণ করেন। পরবর্তীতে কোন একদিন ব্যাংকিং কাজ করতে গিয়ে ভুলবশত চেক বইটি ব্যাংকে ফেলে রেখে বাসায় চলে যান। তখন পুনরায় ব্যাংকে গিয়ে চেক বইটির খোঁজ করেন। ব্যাংকের সংশ্লিষ্ট স্টাফগণ তাকে জানান, তারা কোন চেক বই পাননি। তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে বলেন তার চেক বইয়ের পাতার নম্বরগুলো তিনি জানেন না। কাজেই তার চেক বই হারানোর বিষয়টি তার একাউন্টে যেন লিপিবদ্ধ করে রাখা হয়। তার এই হিসাব নম্বরে পর্যাপ্ত ব্যালেন্স নেই। তাই বিষয়টি নিয়ে তিনি আর চিন্তা করেননি।
এরই মধ্যে গতকাল ৩ জুলাই রবিবার রাত ৭টার দিকে ব্যাংক থেকে ম্যানেজার মাধব রায় তার সাথে যোগাযোগ করে জানান- তার হিসাব নম্বর থেকে আছিয়া নামে এক মহিলা ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে গেছে। তিনি যেন দ্রুত ব্যাংকে গিয়ে তাদের সাথে দেখা করেন। তা না হলে তাকে পুলিশের জেরার মুখোমুখি হতে হবে। এমতাবস্থায় তিনি দ্রুত ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করেন। তিনি ম্যানেজারকে জানান, যে চেক দিয়ে টাকা উত্তোলন করা হয়েছে ওই চেকে তিনি স্বাক্ষর করেননি। তাছাড়া তার একাউন্টে টাকা না থাকা স্বত্ত্বেও কিভাবে ব্যাংক থেকে টাকা দেয়া হলো তাও তার বোধগম্য হচ্ছে না। এ পরিস্থিতিতে আছমা বেগম ধারণা করেন- ব্যাংকের কোন অসাধু কর্মকর্তা-কর্মচারির যোগসাজসে এই টাকা উত্তোলন করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে জানতে ম্যানেজার মাধব রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের সাথে অশোভন আচরণ করেন।