স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে একদিনে ৪টি মোটর সাইকেল ও একটি বাইসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় সাইকেল আরোহীদের মাঝে আতংক বিরাজ করছে। এ ছাড়া গত ১ মাসে শহর থেকে প্রায় ২০টি মোটর সাইকেল ও দুইটি প্রাইভেটকার চুরি হয়েছে। চোর, ছিনতাইকারী পুলিশ ধরলেও মোটর সাইকেল কিংবা গাড়ি উদ্ধার হয়েছে মর্মে কোনো খবর পাওয়া যায়নি। আর চোরের হাত থেকে পুলিশ, আইনজীবি, সাংবাদিকসহ কেউই রেহাই পাচ্ছেন না। গত শনিবার হাসপাতাল, ডিসি অফিস, বাণিজ্যিক এলাকা থেকে মোটর সাইকেল ও একটি পত্রিকা অফিসের কাজে ব্যবহৃত বাইসাইকেল উধাও হয়ে যায়। এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটলেও কিছুই উদ্ধার হয়নি।