বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

শায়েস্তাগঞ্জে নজির আলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ ভৈরবে বদলী

  • আপডেট টাইম রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রেলের অবৈধ দখলকৃত ভূমি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ হলে বাবুর্চি নজির আলীর দখলীয় সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সাথে তাকে আখাউড়া থেকে ভৈরব বদলীর নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফি উল্লাহসহ শায়েস্তাগঞ্জ রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের রেলের সুপার ও পৌর মার্কেটের ১০ ফুট ঘর রেখে সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। তবে অনেকেই অভিযোগ করেন বারবার এই দুই জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ড্রাইভার বাজারের উত্তর দিকে রেলের জায়গায় অবস্থিত প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়নি। এমনকি তাদেরকে কোনো নোটিশও করা হয়না। উচ্ছেদ অভিযানকালে নজির আলীর শ্যালকসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের মুক্তি দেয়া হয়।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন বলেন, তারা নজির আলীসহ রেলের কর্মকর্তাদের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করছিলেন। কিন্তু বরাবরের মতোই উচ্ছেদের নামে তাদের কাছ থেকে প্রতি বছর মোটা অংকের টাকা নেয়া হয়। এসব টাকা দেয়ার পরও কেন তাদের উচ্ছেদ করা হলো এ বিষয়ে তারা আইনের আশ্রয় নিবেন। প্রসঙ্গত, রেলের বাবুর্চি মোঃ নজির আলী, শায়েস্তাগঞ্জ জগন্নাথপুরে ২য় বিয়ে করে বসবাস করছে। এ সুযোগে এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। জালিয়াতির মাধ্যমে বহু লোককে লিজের কাগজ বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। সম্প্রতি রেল কর্তৃপক্ষ ও পুলিশ অভিযান চালিয়ে নজির আলী, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান ও বিএনপি নেতা সোহেল আহমেদকে গ্রেফতার করে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করেন। এরপর থেকেই নজির আলীর বিভিন্ন অপকর্ম বেরিয়ে আসতে থাকে এবং এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এতে রেল প্রশাসনের টনক নড়ে। এরই প্রেক্ষিতে গতকাল অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ জানান, রেলওয়ে ভূমি দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। এ সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশীদসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রেলের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ জানান, নজির আলীসহ বিভিন্ন লোকের সকল লিজ বাতিল করা হয়েছে। বিভিন্ন দপ্তরে তা আদেশ আকারে প্রেরণ করা হয়েছে। নজির আলীকে বদলী করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com