স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ৬২৬ জন সদস্যের মাঝে ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৪ টাকা প্রণোদনা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল দুপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে তিনি এই প্রণোদনা বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হারুনুর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা হবিগঞ্জে দশ তলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, ও আইনজীবী সমিতির ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন সম্পাদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বক্তারা জেলা আইনজীবী সমিতির ভবনের আরও উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নের দাবি জানালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির সেগুলো পূরণের আশ্বাস দেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ এবং পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল।
এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সদস্য মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জজ কোর্টের পিপি সিরাজুল হক চৌধুরী, জিপি আফীল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বদরু মিয়া, লুৎফুর রহমান তালুকদার ও নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। এতে আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।