স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান কলেজে তুচ্ছ ঘটনা নিয়ে দু’দল ছাত্রের মাঝে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগের সদস্য সচিব জাকির আলম সাকিবের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় একই কলেজের ছাত্র ছাত্রদল নেতা আল বারিক শাকিলের। এর জের ধরে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে আহত সাকিব ও চয়নকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।