স্টাফ রিপোর্টার ॥ রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই ২০২২-২৩ এর কমিটি গঠন করা হয়েছে। এতে রোটারিয়ান শাহ জুবায়ের আহমেদকে প্রেসিডেন্ট ও সৈয়দ আব্দুল বাকী ইকবালকে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন, রোটারিয়ান শাহ জুবায়ের আহমেদ প্রেসিডেন্ট, আইপিপি ক্লাব ট্রেইনার রোটারিয়ান মোঃ আনোয়ার হোসাইন, ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সৈয়দ আলী আফজল, ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান আজিজুর রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান পিপি সৈয়দ আব্দুল বাকী ইকবাল, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মোঃ আনোয়ার হোসাইন, ট্রেজারার রোটারিয়ান পিপি মোঃ শফিউল আজম, ডিরেক্টর অফ ক্লাব সার্ভিস রোটারিয়ান সিপি ডাক্তার এস এস আল আমিন সুমন পিএইচপি, ডিরেক্টর অফ ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান পিপি মোঃ বেলায়েত হোসাইন, ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান মোহাম্মদ জসিম উদ্দিন, ডিরেক্টর অফ কমিউনিটি সার্ভিস রোটারিয়ান সামছুল আলম মারুফ, ডিরেক্টর অফ ইয়ুথ সার্ভিস রোটারিয়ান এস এম আব্দুল মান্নান, এসজিটি এট আর্মস রোটারিয়ান মোঃ নোমান মিয়া। স্ট্যান্ডিং কমিটি চেয়ার ক্লাব এডমিনিস্ট্রেটর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম, চেয়ার মেম্বারশিপ রোটারিয়ান মোহাম্মদ হারুন, চেয়ার সার্ভিস প্রজেক্ট রোটারিয়ান এডঃ জন্টু চন্দ্র দেব, চেয়ার দি রোটারি ফাউন্ডেশন রোটারিয়ান মোঃ কামরুজ জামান সোহাদ, চেয়ার পাবলিক রিলেশন রোটারিয়ান মোঃ মাসুক মিয়া।