নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগস্ত পরিবারের মধ্যে যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহার পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ আব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার উপজেলার ৮নং সদর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের ৩টি স্পষ্টে বন্যাকবলিত এলাকার কয়েক-শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সুনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদ আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুর মিয়া, উপজেলা যুবদল নেতা রায়হানুল বারী, উপজেলা ছাত্রদল নেতা, রবিন আহমেদ সেজু, হাবিবুর রহমান চৌধুরী, রুহান আহমেদ প্রমুখ। ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি গণমানুষের দল, তাই দেশের মানুষের যে কোনো দুর্যোগের সময় দলটি মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী আবস্থায় অসুস্থ থেকেও দেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ভাবেন। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবীগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে অতীতেও বন্যা, করোনা ক্রাইসিস সহ সকল দূর্যোগে আপনাদের পাশে ছিল, বর্তমানও আছে ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ্।