স্টাফ রিপোর্টার ॥ সাভারে হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর কলেজের অধ্যক্ষ মোঃ আলী আজগর এর সভাপতিত্বে এবং শচীন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি এর সঞ্চালনায় শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন মূল উদ্দ্যোগক্তা মৌলানা আছাদ আলী কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, মোঃ মুর্শেদ কামাল, মুসফিক হোসেন সেলিম, এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী, জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, মোঃ আব্দুল আহাদ খান, গৌতম সরকার, বিষ্ণু চন্দ্র পাল, নজরুল ইসলাম খান, সুফিয়া মতিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত কান্তি দাস, বানিয়াচং আইডিয়েল কলেজের প্রভাষক অরুপ কুমার দাশ, বাহুবল কলেজের সহকারী অধ্যাপক অশোক কুমার দাশ, রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মোশাহিদ মিয়া, গাজীপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আব্দুল হামিদ, হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক নীরেশ চন্দ্র দাশ, রিচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পিন্টু চন্দ্র শীল প্রমুখ।
বক্তাগন শিক্ষক হত্যা ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।