আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ৫৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা টাস্কর্ফোস কমিটির সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মত্তুর্জা হাসান, কমিটির অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি অফিসার রনি আমিন খানঁ, মৎস্য অফিসার আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, সদর ইউপি চেয়ারম্যান মোবারুল হোসেন, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, বদলপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ইছব আলী, কাকাইলছেও ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, পিআইও মোহাম্মদ আলী, এলজিইডি সহকারী ইনজিনিয়ার মোসাদ্দকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা। এ সময় ইউএনও সুলতানা সালেহা সুমী বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের প্রকল্প গ্রহণ করা হয়। সে অনুযায়ী আজমিরীগঞ্জ উপজেলায় ইতিপূর্বে ৩য় পর্যায় পর্যন্ত ১৫৩ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার কে পূর্নবাসন করা হয়েছে।