স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্টে দিন দিন পকেটমারদের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই গ্রাম থেকে আসা বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল হাতিয়ে নিচ্ছে। পকেটমারদের হাত থেকে আইনজীবি, পুলিশ ও কোর্টের কর্মচারীরাও রেহাই পাচ্ছেন না। তাদের সহযোগিতা করে কোর্টের কতিপয় অসাধু স্টাফরা। বিশেষ করে জজকোর্ট ও চীফ জুডিসিয়াল কোর্টের বারান্দায় তাদের আনাগোনা বেশি দেখা যায়। বুধবার সকাল ১১টার দিকে জজকোর্টের বারান্দায় এক আইনজীবি সহকারির পকেট কাটতে গিয়ে ওয়াসির আহমেদ বিজয় নামের এক যুবক ধরাশায়ী হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। সে বানিয়াচং উপজেলার বড়বাজারের ইয়াসিন মিয়ার পুত্র। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।