মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- হবিগঞ্জ থেকে শ্যামল এক্সপ্রেস এর যাত্রীবাহী একটি বাস (নং-চট্রমেট্টো-জ-১৪৯১) নবীগঞ্জে যাচ্ছিল। মিলনগঞ্জ বাজারের কাছে পৌছুলে বাসটি ব্রেকফেল করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতের মধ্যে গুরুতর ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তারা হলেন রোমান (২৫), খলিফুল নেছা (৪০), সোহেল মিয়া (৩০) ও আনসার (৪৫)। অন্যান্য আহতদের মধ্যে আব্দুল মানিক (৩৫) ও সুকেন্দ্র সূত্রধরকে (৬৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং ও রেজিয়া (৩৫), ধন মিয়া (৬৫), সুফিয়া (৪০), সুজন (৪৫), হাফিজুর (৪৫),আউয়াল (৪০), রাব্বী (১০), দীপ্তেন্দু রায় (৫৯), আরচাঁন বিবি (৬০), রমা দে (৩২) সুজন মিয়া (৪৫) আঃ মানিক (৪০), কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।