স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নারায়নপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোন জামাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্ত্রী ও তার ভাইয়েরা। চমকপদ এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত আড়াইটায়।
জানা যায়, পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল আওয়ালের সাথে সদর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল মালেকের কন্যা নুরজাহানের সাথে প্রায় ৭ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দু’টি ছেলে সন্তানের জন্ম হয়। সম্প্রতি পারিবারিক কারণে আউয়াল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকত। ওইদিন রাতে তুচ্ছ বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। এসময় নুরজাহান ও আওয়ালের চিৎকার শুনে তার ভাই ঘুম থেকে জেগে উঠে ঝগড়া থামানোর চেষ্টা করে। কিন্তু ঝগড়া না থামলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এসআই মিন্টু দেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে নুরজাহানের পরিবারের লোকজন আওয়ালকে পুলিশে সোপর্দ করে। থানায় আটক আউয়াল সাংবাদিকদের জানায়, তিনি ষড়যন্ত্রের শিকার। শ্বশুর বাড়ির লোকজন নাটক সাজিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করে।