স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় সাপ আতংক দেখা দিয়েছে। অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন। ইতোমধ্যে বাড়ির হাঁস মুরগি ও তাদের ডিম খেয়ে ফেলেছে। আবার কোনো কোনো শিশুকে কামড়িয়ে আহত করা হচ্ছে। জানা যায়, গত কয়েকদিন ধরে বন্যা দেখা দেওয়ায় উপজেলার কাজীরগাঁও, নিশাপট, কাশিপুর, ফরিদপুরসহ বিভিন্ন গ্রামে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। বাড়ির ভেতরে পানি প্রবেশ করায় বিষধর সাপ আতংক দেখা দিয়েছে। অনেক কৃষকরা রাত জেগে পাহারা দিচ্ছেন। নিশাপট গ্রামের জাহাঙ্গীর আলম ও লাভলু মিয়া জানান, তাদের বাড়িতে দুইটি বিষধর সাপ দেখা গেছে। কিন্তু তারা মারার চেষ্টা করছেন।