প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসরাঈল কর্তৃক ফিলিস্তিনি নিরীহ শিশু, নারী হত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে নবীগঞ্জ লোকাল ভয়েজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। উক্ত মানববন্ধনে বিভিন্ন ব্যানার পেষ্টুন প্লেকার্ড হাতে নিয়ে লোকাল ভয়েজের সকল নেতৃবৃন্দ, আলেম উলামা, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, জেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকিব হক্কানি, প্রভাষক আলাউর রহমান, বাসদ নেতা চৌধুরী ফয়ছল শোয়েব, পৌর কাউন্সিলর এটি এম সালাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, প্রেসক্লাবের সহ-সভাপতি অলিউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম মুজিবুর রহমান, উপজেলা কৃষক পার্টির সভাপতি কমান্ডার এম এ খালিক, সাংবাদিক বুলবুল আহমদ, সাংবাদিক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইয়াকুব মিয়া, সাধারন সম্পাদক হায়দর আলী চৌধুরী লিটন, ওয়াকিব উদ্দিন, নাসির চৌধুরী, সেজুয়ান আহমদ, ছাত্রলীগনেতা মুহিনুর রহমান, শাহ সুমন আহমদ, ওয়েছ আহমদ চৌধুরী প্রমুখ। বক্তাগণ অভিলম্বে ফিলিস্তিনীদের হত্যা নির্যাতন বন্ধের দাবী জানিয়ে জাতিসংঘের কঠোর হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশে ইসরাইলী সব ধরণের পণ্য বর্জনের আহবান জানান।