বানিয়াচং প্রতিনিধি ॥ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী দারুল কোরআন মাদ্রাসায় কম্পিউটার, আরবী ও ইংলিশ ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন আল-ইমদাদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মৌলভীবাজারের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মোঃ আব্দুল আহাদ। গতকাল মঙ্গলবার বেলা ২টায় মাদ্রাসার প্রধান পরিচালক লন্ডন প্রবাসী মাওলানা মুফতি জুনাইদ আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে মোহতামিম মাওলানা আব্দুল আলীম খান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হাফিজ ছিদ্দিক আহমদ, সাবেক চেয়ারম্যান মোঃ আয়ুুব আলী, মোঃ আব্দুল হামিদ খান, শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির, সৌদি প্রবাসী মাওলানা মছিউর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা সাদিক আহমদ, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা আশরাফ আলী, মাওলানা রওশন ইজদানী, মাওলানা ইয়াহিয়া, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আতিকুর রহমান খান আজহারী, হাফেজ বদরুল আলম, হাফেজ হারুনুর রশিদ, মাওলানা আবিদুর রহমান খান জোহের, মাওলানা নুরুল আমীন প্রমুখ।