মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জে মাধবপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর সড়কের দিঘির পাড়ে খাল দখল করে দোকান ঘর নির্মাণ করে প্রভাবশালী দখলকারী আজমা বেগম।
এলাকা ও ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, সরকারি যায়গা জন-গুরুত্বপূর্ণ খাল দখল করে স্থানীয় প্রভাবশালী আছমা বেগম দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেন, বহরা ইউনিয়ন ভূমি অফিসে তঃসিলদার কতুব উদ্দিন বাদী হয়ে আদালতে মামলা করলে, আজকে সোমবার ২০ জুন সকালে আদালতে নির্দেশনায় উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন উপস্থিতিতে খালের উপর অবৈধ স্থাপনা ভেঙ্গে ঘুরিয়ে দেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদ, বহরা ইউনিয়ন ভূমি অফিসে তসিলদার কতুব উদ্দিন সহ প্রমূখ।
উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান, আদালতে নির্দেশনায় খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।