রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সদর উপজেলা বিএনপির কাউন্সিল ॥ কাজল সভাপতি, মতিন সম্পাদক ॥ নির্বাচন কমিশন কি করবে আগামী দিনই বলে দেবে-ডা. জাহিদ চুনারুঘাটে নিহত রাজু মিয়ার বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার নবীগঞ্জে ৬টি চোরাই মোবাইল উদ্ধার নবীগঞ্জের মসজিদের সেক্রেটারী কাজলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় ৩ গ্রামের প্রতিবাদ সভা শতবছর পূর্তি অনুষ্ঠান হবে ১টি মাইল ফলক ॥ ড. জহিরুল হক মাধবপুরে রাত হলেই মাটি পাচারে মেতে উঠেন যুবলীগ নেতা মনির হবিগঞ্জ জেলা উদীচীর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন শহরের ২নং পুল এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি আটক চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার দেউন্দি সড়কে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

বানিয়াচংয়ে বন্যার পানিতে তলিয়ে গেছে সহস্রাধিক পুকুর ॥ ক্ষতি ১৫ কোটি টাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৮২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ উজানের ঢলে আকস্মিক বন্যায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে উপজেলার সহস্রাধিক পুকুর। এতে মাছচাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ভেস্তে গেছে অনেকের। ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। খামারের মাছ আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে। মাছ চাষিরা জানিয়েছেন তাদের ১৫ কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। খামারিরা বলছেন- রাতারাতি কিছু বুঝে উঠার আগেই পানি সব ভাসিয়ে নিয়ে গেছে। মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পুকুরের চারদিকে জালের বেড়া দিচ্ছেন তারা। বানিয়াচং সদরের সৈদ্যারটুলা গ্রামের বাসিন্দা মোঃ ফারুক মিয়া। ১০ টি পুকুরে প্রায় ৩০ লাখ টাকা জমানো সঞ্চয় ভেঙে মাছ চাষ করেন। উজানের পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় তার পুকুরের মাছ ভেসে গেছে। মৎস্য অফিস কোনো খোঁজখবর নিচ্ছে না। এই ক্ষতিতে আমার পথে বসার উপক্রম হয়েছে বলে জানান তিনি। এ অবস্থায় কীভাবে কি করবো বুঝে উঠতে পারছি না। এ কথা বলেই চোখের কোনে জল চলে আসে ফারুক মিয়ার। মাছচাষি মোঃ আতাউর রহমান বলেন, আমার ১৬ টি পুকুরে প্রায় ৬০ লাখ টাকার মাছ চাষ করেছিলাম। পুকুরের লীজসহ প্রায় ৮০ লাখ টাকার পুজি ছিল। ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং নিজের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে মাছ চাষ করেছিলেন। কিছু বুঝে উঠার আগেই পানি সব ভাসিয়ে নিয়ে গেছে। দিনরাত পুকুরপাড়ে কাজ করেও শেষ রক্ষা হয়নি। চোখের সামনে সব মাছ বন্যার পানিতে ভেসে গেছে। আতাউর রহমান অভিযোগ করে বলেন, এই দূর্যোগময় পরিস্থিতিতে উপজেলা মৎস্য অফিস থেকে কোন ধরনের খোজ খবর পর্যন্ত রাখেনি তারা। মনের মধ্যে লালিত স্বপ্ন মুহুর্তের মধ্যে বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেল। কীভাবে ব্যাংকের লোন পরিশোধ করবো বুঝে উঠতে পারছি না। বানিয়াচং উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়েছে, এই আকস্মিক বন্যায় বানিয়াচং উপজেলার প্রায় ৫ শতাধিক পুকুর প্লাবিত হয়ে ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। নদীর পানি যে রকম বাড়ছে তাতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বেসরকারী হিসেবে বানিয়াচং উপজেলায় ১৫ টি ইউনিয়নের প্রায় সহস্রাধিক পুকুর বন্যার পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভাদাউড়ি গ্রামের মৎস্যচাষী মো. মৌলদ হোসেন। এই অসময়ে বন্যায় তার পুকুর তলিয়ে গেছে। এখন কোনো মতে জাল দিয়েছেন পুকুরের চারপাশ ঢেকে দেয়া হয়েছে তবে মাছ আটকানো যাবে না বলেও জানান তিনি। বানিয়াচং ডেইরী এন্ড ফিশিং এর মালিক তরুন উদ্যেক্তা সৈয়দ মিজান উদ্দিন পলাশ জানান, বিগত ৭ বছর যাবত সাড়ে তিনশ শতক পুকুরে মৎস্য চাষ করে আসছি। এবছর একটু লাভের আশা করেছিলাম ৩ দিনের বন্যায় আমার পুকুরের প্রায় ১৩ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। রাতদিন পরিশ্রম করেও শেষ রক্ষা হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইকরাম জানান, বানিয়াচং উপজেলায় এখন পর্যন্ত ৫ শতাধিক পুকুর প্লাবিত হয়েছে। পানি বাড়লে তির পরিমাণ আরও বাড়বে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com