রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সদর উপজেলা বিএনপির কাউন্সিল ॥ কাজল সভাপতি, মতিন সম্পাদক ॥ নির্বাচন কমিশন কি করবে আগামী দিনই বলে দেবে-ডা. জাহিদ চুনারুঘাটে নিহত রাজু মিয়ার বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার নবীগঞ্জে ৬টি চোরাই মোবাইল উদ্ধার নবীগঞ্জের মসজিদের সেক্রেটারী কাজলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় ৩ গ্রামের প্রতিবাদ সভা শতবছর পূর্তি অনুষ্ঠান হবে ১টি মাইল ফলক ॥ ড. জহিরুল হক মাধবপুরে রাত হলেই মাটি পাচারে মেতে উঠেন যুবলীগ নেতা মনির হবিগঞ্জ জেলা উদীচীর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন শহরের ২নং পুল এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি আটক চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার দেউন্দি সড়কে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

হবিগঞ্জে বন্যার আশঙ্কা ॥ দ্রুত বাড়ছে পানি ॥ নিম্নাঞ্চল প্লাবিত

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩০২ বা পড়া হয়েছে

ইখতিয়ার লোদী সানি ॥ এক মাসের ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে কষ্টে দিন পার করছেন সিলেট বিভাগের এই দুই জেলার মানুষ। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। বন্যাদুর্গত মানুষদের উদ্ধারে ইতিমধ্যে সেনাবাহিনী কাজ করছে। উজানের পাহাড়ি ঢল ও মুষলধারায় বৃষ্টির ফলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে যেকোনও সময় লোকালয়ে পানি প্রবেশ করে তলিয়ে যেতে পারে ভিটেমাটি। পানি প্রবেশ করতে পারে আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত কুশিয়ারা নদী ঘেঁষা বিবিয়ানা ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। ইতিমধ্যেই কুশিয়ারা নদী ঘেঁষা জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর, পশ্চিম মাধবপুর ও গালিমপুর বন্যার পানিতে প্লাবিত হয়েছে । বাড়িঘরে উঠেছে পানি। শুক্রবার বিকেল ৩টায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে, টানা মুষলধারার বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কুশিয়ারাসহ অন্যান্য নদ-নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে কুশিয়ারার তীরবর্তী দীঘলবাক ইউনিয়নের রাধাপুর, ফাদুল্লাহ, পাহাড়পুর, পারকুল, দুর্গাপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের মাঝে। ক্রমশই বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর পানি। যেকেনো সময় কুশিয়ারা নদীর পানি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে মুষলধারার বৃষ্টির ফলে হবিগঞ্জ শহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের পুরান মুন্সেফী, বানিজ্যিক এলাকা, চিড়াকান্দি, আহসানিয়া মিশন, নজির সুপার মার্কেট এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক। অনেক বাসাবাড়িতে প্রবেশ করেছে পানি। পানি ভেঙে শহরের প্রধান সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন। শহরের নজির সুপার মার্কেট এলাকায় নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা গেছে স্থানীয়দের।
আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের উত্তর রসুলপুর এবং কামালপুর চরহাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশ ও আসা যাওয়ার সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এখন স্কুলগুলোতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য হাওরে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
মাধবপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন- বাড়িঘরে পানি উঠেছে, দ্রুত হারে পানি বাড়ছে, গতকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে।
দীঘলবাক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আকুল মিয়া জানান, কুশিয়ারা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে মাধবপুর, পশ্চিম মাধবপুর, গালিমপুর, গ্রামে পানি প্রবেশ করেছে। অনেকের ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় মানুষ পানি বন্দি অবস্থায় জীবনযাপন করছেন।
এ প্রসঙ্গে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন বলেন, ‘টানা বৃষ্টি ও উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। গত তিন ঘন্টায় ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে রাতেই কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, ‘আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কুশিয়ারা নদীর নবীগঞ্জ অংশে চারিদিকে পানি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সাথে প্রায় কাছাকাছি রয়েছে, ক্রমাগত কুশিয়ারার পানি বাড়ছে, যেকোনো সময় লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, সকালে সকল উপজেলার ইউএনওদের সাথে মিটিং করেছি, ক্রমাগত নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে শুকনো খাবার প্রস্তুত করে রাখা হয়েছে, বন্যার সকল আগাম প্রস্তুতি আমাদের রয়েছে।
তিনি বলেন- ‘লোকালয়ে পানি প্রবেশ করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com