স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব প্রচার সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এ দিকে তাকে এ পদ দিয়ে তার মান ক্ষুন্ন ও অসম্মান করা হয়েছে জানিয়ে তিনি ওই কমিটি থেকে তার নাম প্রত্যাহারের দাবী জানিয়েছেন জেলা ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ দাবী জানিয়েছেন।
ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। ছাত্রলীগ থেকে শুরু করেছিলাম। এখন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পদে রয়েছি। জনগণের সেবা করছি বলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে জনগণ আমাকে ভোট দিয়েছে। আমার সাথে কোন কথা না বলেই আমাকে প্রচার সম্পাদক পদ দেয়া হয়েছে। অনেকে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়েছিল। কিন্তু আমি সিনিয়রদের প্রতি সম্মান জানিয়ে কোন পদ চাইনি। তারপরও আমাকে অসম্মান করা হয়েছে। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক উদ্দেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রমুলভাবে প্রচার সম্পাদক পদে আমার নাম ব্যবহার করেছেন। তিনি বলেন, যিনি সাধারণ সম্পাদক হয়েছেন তিনি বিগত ২ বার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমি বর্তমান রানিং ভাইস চেয়ারম্যান। এ পদে আমার নাম ব্যবহার করে আমার মান ক্ষুন্ন ও অসম্মান করা হয়েছে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া বলেন, উপজেলা কমিটি গঠন করে জেলা কমিটি। তাই এ বিষয়ে আমি কিছুই জানি না।