মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ভারী বর্ষণে হাওর অঞ্চল অধ্যুষিত বানিয়াচংয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাতে হাওরপাড়ের মানুষজনের বাড়ী ঘরে ছুই ছুই পানি। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে হাওরপাড়ের হাজার হাজার বাড়ী ঘর। ইতিমধ্যে তলিয়ে গেছে অনেকে কৃষকের আমন জমিসহ সবজি¦ক্ষেত। এতে করে ক্ষতির মুখে হাওরপাড়ের হাজারো কৃষক। দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে ১৫টি আশ্রয় কেন্দ্র। এগুলো হল ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের দত্ত্বপাড়া বন্যা আশ্রয় কেন্দ্র, ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নের মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, ৬নং কাগাপাশা ইউনিয়নের বগি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯নং পুকড়া ইউনিয়নের সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয় চত্তরে বন্যা আশ্রয় কেন্দ্র, ১২নং সুজাতপুর বাল্লা ঘোড়াখালী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, দত্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাজুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৩নং মন্দরী ইউনিয়নের মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, ১৪নং মুরাদপুর ইউনিয়নের মাটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, যশকেশরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৫নং পৈলালকান্দি ইউনিয়নের বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে কোন সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় হাওরপাড়ের মানুষদের কথা চিন্তা করে ১৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তিনি আরো জানান ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে বানিয়াচং উপজেলার সকল ইউয়িন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওয়ার্ড কমিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে টানা বৃষ্টিপাতে বানিয়াচং সদরের অধিকাংশ রাস্তায় হাটু সমান পানি জমে জনচলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষজনকে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অধিকাংশ এলাকার পুকুর ও ডুবার পাড় উপচে পানি রাস্তায় চলে আসায় স্কুল,কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করতে বাহিরে আসতে চরম দূর্ভোগ পড়ছে। ৬নং কাগাপাশা ইউনিয়নের হারুনী গ্রামের বাসিন্দা হরিপদ সরকার জানান, ভারী বর্ষণে তার একটি ঘরে পানি উঠে গেছে এ অবস্থা অব্যাহত থাকলে ওই এলাকার আরো ২০ থেকে ৩০টি বাড়ীতে পানি উঠে যাবে বলে ও তিনি জানান। ভারী বর্ষণের ফলে বানিয়াচং-হবিগঞ্জ সড়ক, বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের রাস্তায় বেশ কিছু জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের কুন্ডুরপপাড় এলাকার একটি ব্রিজের গোড়ায় মারাত্মক ভাঙ্গনের ফলে যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা। অতিরিক্ত বৃষ্টির কারণে ভাঙ্গনটি ভয়াবহ আকার ধারণ করছে। দূর্ঘটনা এড়াতে দ্রুত এসব ভাঙ্গন মেরামতের দাবী জানিয়েছেন এলাকাবাসী।