নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও ইউপি সচিব নিলয় দাশ-কে শোকজ করা হয়েছে। ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গঠনের ৪ মাস পর নির্বাচিত ১নং প্যানেল চেয়ারম্যান শাহ শামসুল ইসলাম সুজন এর পরিবর্তে জাকির হোসেনকে প্যানেল চেয়ারম্যান-১ ঘোষণা করার অভিযোগে তাদেরকে শোকজ করা হয়। ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য এবং নির্বাচিত প্যানেল চেয়ারম্যান-১ শাহ সামসুল ইসলাম সুজন এর দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী মহিউদ্দিন আহমেদ শোকজে ৭ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশে উল্লেখ করেছেন।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোট গ্রহণ করা হয়। প্রায় ৪ মাস পূর্বে নির্বাচনে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন শাহ শামসুল ইসলাম সুজন। কিন্তু অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্বাচিত ১নং প্যানেল চেয়ারম্যান শাহ শামসুল ইসলাম সুজনকে বাদ দিয়ে ইউপি সদস্য জাকির হোসেনকে ১নং প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেন। একই ভাবে ৩নং প্যানেল চেয়ারম্যান সুমি বেগমকে পরিবর্তন করে রুনা বেগমকে প্যানেল চেয়ারম্যান-৩ ঘোষণা করেন। এ ঘটনায় নির্বাচিত ১নং প্যানেল চেয়ারম্যান শাহ শামসুল ইসলাম সুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে ৭ কার্য দিবসের মধ্যে জবাব ছেয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও ইউপি সচিব নীলয় দাশকে কারণ দর্শানোর প্রদান করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে শোকজের সত্যাতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান ও সচিব-কে শোকজ করে ৭ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।