নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ জুন) সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নবীগঞ্জ নতুন বাজার মিম্বর টাওয়ারের নিচে এক পথসভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, যুগ্ম আহবায়ক মজিদুর রহমান মজিদ, হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ আহমেদ তালুকদার, ৯নং বাউসা ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, ৭নং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছমিরুল হক, নূরুল গণি চৌধুরী সোহেল, সোহেল রিপন চৌধুরী, হারুনুর রশীদ হারুন, যুবদল নেতা মাহী চৌধুরী, কুহিনুর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোসেফ বক্ত চৌধুরী, নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়েদ আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যগ্ম আহবায়ক শাহিন তালুকদার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জাকারিয়া আহমেদ, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, সদস্য কফিল মিয়া, উপজেলা জাসাসের আহবায়ক সুমন আহমেদ, পৌর জাসাসের আহবায়ক রাশেদ মিয়া, যুগ্ম আহবায়ক সাবের মিয়া প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, মানুষের জীবন-জীবিকা আজ হুমকির মুখে পড়েছে। তেল-গ্যাস-বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে। দ্রব্যমূল্য বাড়ার কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব। সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিন-তিন বারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান বক্তারা।