বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

নবীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কের মোড় প্রদক্ষিন করে মধ্য বাজার গোল্ডেন প্লাজার সামনে এসে পথসভায় মিলিত হন। পৌর বিএনপির সিনিয়র যুুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছীনির সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন রফু, পৌর বিএনপির নেতা সাইফুর রহমান মালিক, উপজেলা বিএনপি নেতা মুর্শেদ আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মনর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, পৌর যুবদলের সাবেক আহব্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, সাবেক সাধারণ সম্পাদক কামরুলজ্জামান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা যুুবদলের যুগ্ম আহব্বায়ক আবুল কালাম মিঠু, পৌর বিএনপির ওয়ার্ড যথাকর্মে সভাপতি হিমাংশু সরকার ভজন, আনোয়ার হোসেন চৌধুরী কনু, হাজ্বী সরাজ মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, দুলাল মিয়া, বিএনপি নেতা আব্দুল মতিন, সাহেল আহমেদ প্রিন্স, ইসমাঈল হোসেন খুকন, আক্তার উদ্দিন, বিলু মিয়া, মাসুক মিয়া, রণ চাকলদার, ইসমত মিয়া, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুর আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ রুহেল আহমেদ, উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আহমদ ঠাকুর রানা, যুবদলনেতা শেখ শিপন আহমেদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী, ছাত্রদল নেতা আব্দুল মজিদ, শাহজান মিয়া, ছনি মিয়া, শিপন খান, মুবিন, তাজ উদ্দিন, ফয়জুল ইসলাম, সাইফুর রহমান, মহিলা দলের নেত্রী সাবেক কাউন্সিলর রুকেয়া বেগম, শ্যামলা বেগম, শেখ আলেয়া, রেহানা চৌধুরী, আছাব আলী, আব্দুল আউয়াল তালুকদার প্রমুখ। পথ সমাবেশে বক্তব্য প্রধান অতিথি আলহাজ্ব শেখ মিয়া বলেন, নিশিরাতের আওয়ামী লীগ সরকার দেশে চরম অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে চায়। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। অবিলম্বে বেগম জিয়াকে স্থায়ী মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য অনুমতি দিতে সরকারের প্রতি আহব্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com