বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাচনে ২১ টি পদে ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে। সোমবার প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পৌর মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে নির্বাচন-২০২২ ইং এর দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী বৈধ ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শহিদুর রহমান লাল। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী। প্রার্থীরা হলেন-সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ শামছু মিয়া ও জগদীশ চন্দ্র মোদক। সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী। তারা হলেন-বর্তমান সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, মোঃ রজব আলী ও মিজবাহ উদ্দিন। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বাবুল ও মফিুজর রহমান বাচ্ছু। সহ-সাধারণ সম্পাদক পদে বদরুল আলম চৌধুরী ও মোঃ আজগর আলী। সাংগঠনিক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায় ও আহমেদ জামান খান শুভ। কোষাধ্যক্ষ পদে হাজী সফিকুল ইসলাম ও মোঃ এমরান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রতন কুমার রায় ও অলিউর রহমান। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শাহ আলম রাজ, সামাজুল ইসলাম খান ও পংকজ কান্তি দাশ। কার্যকরি সদস্য ৯টি পদে প্রার্থীরা হলেন-মোঃ আহাদ মিয়া, তাজুল ইসলাম, সাইদুর রহমান সেলিম, অঞ্জন রায়, কেশব মিত্র, মঈন উদ্দিন খান, নাসির উদ্দিন, মীর আলম কাউছার, পলাশ মোদক, মহিবুর রহমান, শ্যামল চন্দ্র রায়। ১৬ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৭ জুন চুড়ান্ত্র প্রার্থীদের তালকা প্রকাশ করা হবে এবং ১৯ জুন প্রতিক বরাদ্দ দেয়া হবে। ১৬ জুলাই ভোট গ্রহন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com