মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জে মাধবপুরে ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) কার্যক্রমের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন।
এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন অফিসে প্রধানগণ, সাংবাদিক সহ প্রমূখ।
কর্মশালায় প্রতিটি স্কুল-কলেজ, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে ধূমপান বিরোধী প্রচার-প্রচারণা বাড়াতে হবে বলে জানানো হয়।