নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দেবপাড়ায় ক্যান্সার, হ্নদরোগ, কিডনি রোগে আক্রান্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের জন্য অনুদানের চেক বিতরণ করে (নবীগঞ্জ-বাহুবল) গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। গতকাল শনিবার (১১ জুন) দুপুরে এই তহবিল বিতরণ করা হয়। এ সময় এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ এলাকার প্রবীন গন্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি জানান, প্রতি মাসে কিডনি ক্যান্সার, হার্টজনিত দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রায় ২০ লক্ষ টাকার অনুদান বিতরণ করছি। শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে। জনবান্ধব এই সরকার মানুষের পাশে দাঁড়ায়।